ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি'র লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ০৭ (সাত) জন অনলাইন জুয়াড়িকে গ্রে'ফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, কেএমপি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৬ আগস্ট ২০২৩ খ্রি. রাত অনুমান ২২:৩০ ঘটিকায় লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে উক্ত থানাধীন সাচিবুনিয়া স্কুলভিটাস্থ মিহির এর চায়ের দোকানের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জু'য়া খেলার সময় অনলাইন জু'য়াড়ি ১) মিল্টন মন্ডল(৩০), পিতা-মতিলাল মন্ডল, সাং-সাচিবুনিয়া স্কুলভিটা, থানা-লবণচরা; ২) শান্ত গোলদার(২৫), পিতা-শ্যামল গোলদার, সাং-রাঙ্গেমারী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা; ৩) উজ্জল বালা(২৬), পিতা-সমার বালা, সাং-সাচিবুনিয়া স্কুলভিটা, থানা-লবণচরা; ৪) রিপন মন্ডল(৩১), পিতা-মৃত: গোপাল চন্দ্র মন্ডল, সাং-সাচিবুনিয়া স্কুল ভিটা, থানা-লবণচরা; ৫) অসীম মন্ডল(৩৬), পিতা-খিরোদ মন্ডল, সাং-সাচিবুনিয়া স্কুল ভিটা, থানা-লবণচরা; ৬) মোঃ মাসুম বিল্লা(২৬), পিতা-অজিয়ার সরদার, সাং-সাচিবুনিয়া স্কুল ভিটা, থানা-লবণচরা এবং ৭) দেবদাস রায়(৩৬), পিতা-ননী গোল রায়, সাং-সাচিবুনিয়া দরগা তলা, থানা-লবণচরা, খুলনা মহানগরীদেরকে গ্রে'ফতার করা হয়েছে। উক্ত জু'য়াড়িদের নিকট হতে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রে'ফতার অনলাইন জু'য়াড়িদের বিরুদ্ধে লবণচরা থানার নন এফআইআর নং-১৩৩/২০২৩, তারিখ-১৬/০৮/২০২৩ ইং, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।