ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৬১ হাজার টাকা মূল্যের কথিত জাল নোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার কেএমপি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ ৬ টার দিকে লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক উক্ত থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ নয়ন টেলিকমের সামনে রাস্তার উপর হতে টাকা জাল চক্রের সক্রিয় সদস্য ১. মোঃ মহসিন আলী(৫০), পিতা-মোঃ সেকেন্দার আলী, সাং-উত্তর রমজানপুর, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর এ/পি সং-হায়দারাবাদ, থানা-পূবাইল, জেলা-গাজীপুর’কে ৪ লাখ ৬১ হাজার টাকা মূল্যমানের কথিত জা'ল টাকাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার টাকা জা'ল চক্রের সক্রিয় সদস্যের বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-১৬, তারিখ-১৮/০১/২০২৪ খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ক (খ) ২৫ ঘ রুজু করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।