ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার কেএমপি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লবণচরা থানার মামলা নং-১৭, তারিখ-২৬/১০/২০২৩খ্রিঃ, ধারা- ৩৭৯/৪১৩/৪১১/১০৯ পেনাল কোডের পরিপ্রেক্ষিতে লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক ২৬ নভেম্বর ২০২৩খ্রি. রাত ১২.২৫ ঘটিকায় লবণচরা থানাধীন নিজখামার বিসমিল্লাহ সড়কের শাহিদুল ইসলামের নিজ বসত বাড়ির নিচতলার ভাড়াটিয়া ওহিদুল শেখের বসতঘরের একটি ফাঁকা কক্ষ হতে সূত্রোক্ত মামলার আসামী ১) লিটন শেখ(৪২), পিতা-মৃত: শামসু শেখ, সাং-খাদ্দার, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, এ/পি সাং-নিজখামার, থানা-লবণচরা; ২) মোঃ সাব্বির হোসেন(২৬), পিতা-মোঃ শাহিদুল ইসলাম, সাং-নিজখামার, থানা-লবণচরা, খুলনা মহানগরীদ্বয়কে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল হতে চু'রি যাওয়া ০১ টি কালো রঙের সুজুকি জিক্সার মোটর সাইকেল, ১৫০ সিসি, ইঞ্জিন নং- BGA1-688649, চেসিস নং- RMBL-NG4BW-116039; ০১ টি কালো রঙের হিরো হাঙ্ক মোটরসাইকেল, যার ১৫০ সিসি, ইঞ্জিন নং- KC13EFLGC01522, চেসিস নং- PS1KCS238LJG00342; ০১ টি বাজাজ ডিসকোভার ১২৫ সিসি কালো রঙের মোটর সাইকেল, যার ইঞ্জিন নং- JNGBRF82508 ও মোটর সাইকেল খোলা, ফিটিং করার যন্ত্রপাতি, যার মধ্যে ডাল রেঞ্জ-১৪ টি, ফ্লাক রেঞ্জ-০২ টি, স্কু-ড্রাইভার-০৪ টি, সহ সর্বমোট ২০ টি এবং মোটর সাইকেলের খোলা নম্বার প্লেট ০৪ টি, বিভিন্ন চো'রাই মোটরসাইকেলের চাবি ২০ টি, চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।