ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫১ বোতল ফেন্সিডিল, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার কানাই লাল সরকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ,মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মো. রাজু হোসেন(২৬), পিতা-মো. বশির, সাং-হরিণটানা (দক্ষিণ), থানা-লবণচরা; ২) মো. নাসিম(১৯), পিতা-কাজী দেলোয়ার হোসেন, সাং- হরিণটানা (দক্ষিণ), থানা-লবণচরা; ৩) কোহিনুর খাতুন(২২), পিতা-মো. মোমিন গাজী, সাং-সুবর্ণগাছি, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-১৮/১, সাং-ইকবাল নগর মসজিদ লেন(ছিদ্দিক সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), থানা-খুলনা সদর; ৪) মো. ফরিদ হাওলাদার(৩৫), পিতা-মৃতঃ ইনসাফ আলী হাওলাদার, সাং-কেওটা, থানা-রাজাপুর, জেলা- ঝালকাঠি, এ/পি সাং-প্লাটিনাম ০২ নং গেট, ভরাপুকুর, থানা-খালিশপুর; ৫) ইব্রাহিম তালুকদার(২২), পিতা-সায়েদ তালুকদার, সাং-মাঝিবাড়ী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-মুজগুন্নী পেটকা বাজার, আমানত মলিক এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-খালিশপুর এবং ৬) মোঃ রনি শেখ(১৯), পিতা-মো. ইয়াছিন শেখ, সাং-১১/৬৭, ছোট বয়রা ইসলামিয়া কলেজ রোড, আনিচনগর, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫১ বোতল ফেন্সিডিল, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।