ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫১৬ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪১৫ গ্রাম গাঁজাসহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার,মোঃ জাহাংগীর আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মাসুদ রানা(২৫), পিতা-মোঃ মহিউদ্দিন খান, সাং-রঘুনাথ নগর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর; ২) কুদ্দুস মোড়ল(৩০), পিতা-মোঃ কামরুল মোড়ল, সাং- রঘুনাথ নগর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর; ৩) আরিফুজ্জামান(২১), পিতা-মৃত: লুৎফর রহমান, সাং-ছয়ঘরিয়া, বদনাখালি, হোগলাডাঙ্গা, থানা-বটিয়াঘাটা, এ/পি সাং-বি-৬, মজিদ স্মরণী, গোবরচাকা গাবতলার মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) সুজন সরকার(২৮), পিতা-স্বপন সরকার, সাং-দোরান নগর পূর্বপাড়া, ইউপি-কাদিলপাড়া, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা এবং ৫) মোঃ রাজু খান(৩০), পিতা-মোঃ মিলন খান, সাং-শেংগুল হাইস্কুলের দক্ষিণ পাশে, সমুদরকাঠি ইউনিয়ন, থানা-স্বরুপকাঠি, জেলা-পিরোজপুর, এ/পি সাং-টুটপাড়া ইষ্ট লিংক রোড, থানা-খুলনা সদর, খুলনা মহানগরী’দেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫১৬ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪১৫ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।