ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজা সহ ০৭ (সাত) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার,মোঃ জাহাংগীর আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) হাফিজুল তালুকদার(২৮), পিতা-সোহরাব তালুকদার, সাং-আমড়াগাছিয়া, জীবনবাগী, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট, এ/পি সাং-শেরে বাংলা রোড, হাজীবাড়ী লেন, থানা-খুলনা সদর; ২) মোঃ আজাহার আলী বশ্বিাস(৫২),পিতা-মৃত: আরশাদ আলী বশ্বিাস, সাং-পাবলা কারকির পাড়া, থানা-দৗলতপুর; ৩) মোঃ আব্বাস হাওলাদার(৪০), পিতা-মৃত: খলিল, পালক, পিতা-মৃত: খালেক হাওলাদার, সাং-গোয়ালখালী লেবু তলার মোড়, থানা-খালিশপুর; ৪) টনি @ইউনুচ(২৮), পিতা-মৃত: মোস্তাফা গাজী এ/পি সাং-ভাই মোহাম্মদ ইউসুফ এর বাসা, ৫ তলা মসজিদের পাশে, থানা-খালিশপুর; ৫) মোঃ সোহাগ খান(৩২), পিতা-মৃত: জাফর আলী খান, সাং-রায়পাশা ভৈরবপাশা বাজারের দক্ষিণে, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, এ/পি সাং-০৪ নং ঘাট আনসার ক্যাম্পের পিছনে, থানা-খুলনা সদর; ৬) মাঃ সুমন কাজী(২৮), পিতা-বাবুল কাজী, সাং-বাড়ইখালী, কালাচাঁন মাজারের পাশে, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-০৫ নং মাছঘাট, বিশ্বাসের পেট্রোল পাম্পের পিছনে, থানা-খুলনা সদর এবং ৭) মোঃ রকি শেখ(৩৪), পিতা-মৃতঃ লিয়াকত আলী, সাং-তরুন সেনা রোড, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে সংশ্লিষ্ট থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৮৫ পিস ইয়ারা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।