ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫৫ গ্রাম গাঁজাসহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার,মোঃ জাহাংগীর আলম, বিপি-৮৫১০১২৬৯২৫, অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে), খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) আব্দুল মজিদ(৪২), পিতা-মৃতঃ জিহাদ গাজী, সাং-তারাবুনিয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-নতুন বাজার চর, স্কুল গলি, থানা-খুলনা; ২) মোঃ কামাল হোসেন(৪০), পিতা-আঃ কাদের, সাং-দক্ষিণ খালিশপুর মধ্যপাড়া মেইন রোড, বিপুল এর বাড়ির ভাড়াটিয়া, থানা-খালিশপুর; ৩) ফজলে রাব্বি ফাদল(২২), পিতা-বি এম তামজিদ, সাং-হোল্ডিং নং-১৩০, যোগীপোল বেগপাড়া, থানা-খানজাহান আলী; ৪) মোঃ নয়ন শেখ@ রতন শেখ(২৬), পিতা-মোঃ মজিবর শেখ, সাং-উত্তর কাশিপুর যমুনাগেট, ০৭ নং ওয়ার্ড, থানা-খালিশপুর, এ/পি সাং-শিরোমণি তেতুলতলা রোড, থানা-খানজাহান আলী এবং ৫) মোঃ রুপম মোল্লা(২৫), পিতা-রউফ মোল্লা, সাং-জামরিল ডাঙ্গা (হিন্দুপাড়া খেলার মাঠের পাশে), থানা-কালিয়া, জেলা-নড়াইল গণদের খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫৫ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।