ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি'র মাদক বিরোধী অভিযানে ০৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১০০ গ্রাম গাঁজা এবং ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার, বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) আব্দুল মান্নান(৬০), পিতা-মৃতঃ হোসেন আলী, সাং-দো বাড়িয়া, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, এ/পি সাং-গোবরচাকা মধ্যপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ কাদের আকন(৫৫), পিতা-মৃতঃ সোহেল আকন, সাং-শাপলেজা, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-দেবেন বাবু রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ রুস্তম আলী(৪৪), পিতা-মৃতঃ লুৎফর রহমান, সাং-জুগিগজ জামে মসজিদের পার্শ্বে, থানা-তেঁতুলিয়া, জেলা-পঞ্চগড় ৪) মোঃ মহাসিন(৩৪), পিতা-মৃতঃ আঃ হক, সাং-এন/এফ-১২৩, বঙ্গবাসি ইমাম বাড়ীর পিছনের রাস্তা, থানা-খালিশপুর, ৫) মোঃ আলমগীর কাজী(৪০), পিতা-মৃতঃ দেলোয়ার কাজী, সাং-মীরেরডাঙ্গা, ২নং ওয়ার্ড, মোল্যাবাড়ী, থানা-খানজাহান আলী; ৬) মোঃ ইমাম হোসেন পিত্ত(৩২), পিতা-মোঃ সিদ্দিকুর রহমান, সাং-পুরাতন ফেয়ার ক্লিনিক সংলগ্ন, রোড নং-১১৩, বাসা নং-২৩, থানা-খালিশপুর এবং ৭) মোঃ রফিক মোল্ল্যা(৩০), পিতা-মৃতঃ শাহজাহান মোল্ল্যা, সাং-বাস্তহারা, রোড নং-১১, কাচা কলোনী, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১০০ গ্রাম গাঁজা এবং ১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।