ক্রাইম পেট্রোল ডেস্কঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কেএমপি, খুলনায় নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের ভার্চুয়ালী শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার, কেএমপি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২১ জুন ২০২২ খ্রিঃ তারিখ, বিকাল সাড়ে ৩ টায় গণভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে কেএমপি, খুলনায় নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কেএমপি'র বয়রাস্থ পুলিশ লাইন্স খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্ত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ্ব তালুকদার আব্দুল খালেক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার সংসদ সদস্য (সংরক্ষিত) গ্লোরিয়া ঝর্ণা, খুলনার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা।
এছাড়াও, আরও উপস্থিত ছিলেন কেএমপি ও খুলনাস্থ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উভয় প্রান্তে স্থাপিত ‘পদ্মা সেতু (উত্তর) থানা ও পদ্মা সেতু (দক্ষিণ) থানা’র কার্যক্রম, অনলাইন জিডি কার্যক্রম, বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালের আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ পুলিশের ৬টি নারী ব্যারাকের শুভ উদ্বোধন করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।