ক্রাইম পেট্রোল ডেস্ক : কেএমপি’র গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ০১ (এক) টি সচল ‘পিস্তল’, ০১ (এক) টি ম্যাগজিন এবং ০১ (এক) রাউন্ড ‘গুলিসহ’ ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার, রাশিদা বেগম,বিপি নং-৭৫০৩০২৭৮১২,বিশেষ পুলিশ সুপার,সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ২৮/০৯/২০২১ খ্রিঃ তারিখ রাত্র ১০:৩০ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়ংঘাটা থানাধীন গাইকুড় প্রাথমিক বিদ্যালয়ের সামনের দক্ষিণ পার্শ্বে জনৈক খলিলুর রহমানের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১) মো. রাজীব শেখ(২৯), পিতা-ইয়াসিন শেখ, মাতা-শারমিন সুলতানা, সাং-গাইকুড় (দক্ষিণ পাড়া), থানা-আড়ংঘাটা, মহানগর খুলনা’কে ০১ (এক) টি সচল পিস্তল, ০১ (এক) টি ম্যাগজিন এবং ০১ (এক) রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ রাজীব শেখ(২৯) এর বিরুদ্ধে ০২ (দুই) টি মাদকের মামলা, ০১ (এক) টি চুরি মামলা এবং ০১ (এক) টি অস্ত্র মামলা রয়েছে উক্ত মামলায় বিজ্ঞ আদালত মোঃ রাজীব শেখ (২৯)কে ২০ (বিশ) বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।