ক্রাইম পেট্রোল ডেস্ক:
খুলনা মহানগর এলাকায় ডিবির ওসি আল-মামুন এবং ডিবির এসআই/আকবর ভূয়া পরিচয় দানকারী ব্যক্তি নগরীর সিএনজি, ইজিবাইক, রিক্সার পিছনে এবং দোকানের বিলবোর্ডে থাকা মোবাইল নম্বর সংগ্রহ করে ইজিবাইক ও রিক্সার মালিকের নিকট ফোন করে জানায় যে, “আমি ডিবির ওসি আল-মামুন বলছি। আপনার ড্রাইভার মাদকসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে ড্রাইভারের নামে মামলা হবে। আপনার গাড়ী নিতে চাইলে আমার মোবাইল (০১৯৮১-৯৪৭৪৬২) নম্বরে আগে টাকা বিকাশ করে, পরে ডিবি অফিসে যোগাযোগ করেন।” একইভাবে উক্ত প্র'তারক বিভিন্ন বাজার মালিক সমিতির সভাপতি/সম্পাদক পরিচয় দিয়ে জরুরি প্রয়োজনের কথা বলে বিকাশের দোকান মালিকের কাছে ফোন করে ৪০০০/৫০০০ টাকা ছাড়াও বিভিন্ন অংকের টাকা বিকাশ করতে বলে। এইভাবে উক্ত প্র'তারক গত ০২ বছর যাবৎ খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সিএনজি, ইজিবাইক, রিক্সা পিছনে এবং দোকানের বিলবোর্ডে থাকা মোবাইল নাম্বার সংগ্রহ করে মালিকদের ফোন দিয়ে ভু'য়া ডিবির ওসি/এসআই পরিচয় দিয়ে চাঁ'দা দাবি করে আসছিল।
গত ১২/০৮/২০২৩ খ্রি. জনৈক ইজিবাইক মালিক মিলন হাওলাদারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খুলনা থানাধীন নিরালা মোড় হতে ১২/০৮/২০২৩ খ্রিঃ তারিখ রাত ২২:৩০ ঘটিকায় ভুয়া ডিবির পরিচয় দানকারী উক্ত প্র'তারক মোঃ আল-আমিন শেখ (৩৪), পিতা-আতিয়ার শেখ, সাং-বেলফুলিয়া, আইচগাতি, থানা-রূপসা, জেলা-খুলনা’কে ভূয়া ডিবি পরিচয়ে চাঁ'দা দাবির অভিযোগে গ্রে'ফতার করা হয় এবং চাঁদা দাবিতে ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত আসামীকে গ্রেফতারকালে নিরালা বাজারে বিভিন্ন দোকানদার ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন উক্ত দোকান মালিকদের মধ্যে ০২ জন ভুক্তভোগী ব্যক্তিকে পাওয়া যায়। তারাও একইভাবে প্র'তারণার শিকার হয়েছেন মর্মে জানান। ডিবি’র টিম ০২ জন ভুক্তভোগী ব্যক্তির নিকট থেকে প্র'তারকের কথপোকথনের অডিও রেকর্ড সংগ্রহ করেন। গ্রেফতার ভূয়া ডিবির পরিচয় দানকারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।