ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র খুলনা থানার একটি চৌকস টিমের বিশেষ অভিযানে ১ টি চো'রাই মোটরসাইকেল উদ্ধারসহ চো'র চক্রের ১ জন সক্রিয় সদস্যকে গ্রে'ফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার কেএমপি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রি. ১৩:০৫ ঘটিকায় খুলনা থানার একটি চৌকস টিম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন শহিদ হাদিস পার্কস্থ গোধুলী গেইটের পশ্চিম পাশের সামনে পাকা রাস্তার উপর হতে মোটরসাইকেল চো'র চক্রের সক্রিয় সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক(৫৩), পিতা-মৃত: আরশাদ আলী গাজী, সাং-চিংড়ীখালী পূর্বপাড়া, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা’কে ০১ টি কালো লাল রং এর DAYANG Bullet যার ইঞ্জিন নং-RB11 অন্য সব অস্পষ্ট এবং চেসিস নং-BRBVAG অন্য সব অস্পষ্ট চো'রাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে খুলনা থানার মামলা নং-৩১,তারিখ-১৮/১২/২০২৩ খ্রি., ধারা-৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।
গ্রেফতার আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক এর পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে নিম্নরুপ ০৯ টি মামলা পাওয়া যায়:
১.সাতক্ষীরা পাটকেলঘাটা থানার মামলা নং-১৭, তারিখ- ২৫/০৫/২০২৩, ধারা-৩৯৪ পেনাল কোড,২. যশোর শার্শা থানার মামলা নং-১৬, তারিখ-১৪/০৪/২০২৩, ধারা-৩৭৯/৪১১/৪১৩ পেনাল কোড, ৩. যশোর কেশবপুর থানার মামলা নং-১৪, তারিখ-২৪/০১/২০১৭, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, ৪. চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-৫১, তারিখ-২০/০৭/২০১৬, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড, ৫. নড়াইল নড়াইল সদর থানার মামলা নং-৩২, তারিখ-৩০/১২/২০১২, ধারা-৪২০/৪০৬/৩৭৯ পেনাল কোড,
৬. যশোর কোতয়ালী থানার মামলা নং-১২১, তারিখ-২৬/০৬/২০১৩, ধারা-৩৭৯ পেনাল কোড,৭. কেএমপি সোনাডাঙ্গা থানার মামলা নং-২৪, তারিখ-১৭/১১/২০১৭, ধারা-৩৭৯ পেনাল কোড, ৮. খুলনা ডুমুরিয়া থানার মামলা নং-২, তারিখ-০১/০৮/২০২২, ধারা-৩৭৯ পেনাল কোড এবং ৯. যশোর কোতয়ালী থানার মামলা নং-১০, তারিখ-০২/১০/২০২১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।