ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি’র লবণচরা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২ (বার) কেজি গাঁ-জা এবং গাঁ-জা বহনকারী পিকআপসহ ০২ (দুই) জন মা-দ-ক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার,মোঃশাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ০৯/১২/২০২১ খ্রিঃ তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এর দিক নির্দেশনায় লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন দক্ষিণ মোহাম্মদনগর সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ আওয়ামীলীগ অফিসের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১) মোঃ কাউসার ব্যাপারী(৩০), পিতা-হাজী আরজু ব্যাপারী, সাং-ঘুঞ্জুব মধ্যপাড়া, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা এবং ২) মোঃ সোহেল ব্যাপারী(২৫), পিতা-মোঃ আবুল কাশেম মিয়া, সাং-উত্তর ত্রিশ, ইউনিয়ন-কোম্পানীগঞ্জ, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাদ্বয়কে ১২ (বার) কেজি গাঁজা এবং গাঁজা বহনকারী পিকআপসহ গ্রেফতার করা হয়। ঘটনার সাথে জড়িত গাঁজা বহনকারী পিকআপ এর ড্রাইভার অপর পলাতক আসামী ৩) মোঃ ইউসুফ (২৫), পিতা-অজ্ঞাত, সাং-কোম্পানীগঞ্জ, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-০৫, তারিখ-০৯/১২/২০২১ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৯ (খ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।