ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩০ হাজার ৮শ’ টাকাসহ ১১ (এগার) জন জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার,রাশিদা বেগম,বিপি নং-৭৫০৩০২৭৮১২,বিশেষ পুলিশ সুপার,সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ২২ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ ২১:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ারি ১) মোঃ ইকবাল হোসেন @শিপন(৪০), পিতা-মৃতঃ শাহনেওয়াজ মোল্লা, সাং-সুলতান শাহী মোল্লাপাড়া, থানা ও জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-০৫ নং মাছঘাট গ্রিনল্যান্ড আবাসন, থানা-খুলনা সদর; ২) মোঃ আবু ওবাইদুল্লাহ আজাদ(৫৪), পিতা-মৃতঃ হাজী আব্দুল খালেক, সাং-মিয়াপাড়া ১৬ নং কেন্দ্রীয় রোড, থানা-খুলনা সদর; ৩) লিটন শাহা(৪৪), পিতা-মৃতঃ চিত্তরঞ্জন শাহা, সাং-আইচগাতী শাহাপাড়া, থানা-রূপসা, জেলা-খুলনা; ৪) মোঃ পলাশ হাওলাদার(৩২), পিতা-মৃতঃ মালেক হাওলাদার, সাং-পোলেরহাট, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-০৩ নং মিয়াপাড়া প্রথমগলি, থানা-খুলনা সদর; ৫) মোঃ হাবিব(৫৫), পিতা-মৃতঃ নাজিম, সাং-শের-এ বাংলা রোড, বিহারী কলোনী মোড়, হোল্ডিং নং-৪/২, থানা-সোনাডাঙ্গা মডেল; ৬) আশফাকুজ্জামান @ খোকন(৫৮), পিতা-মৃত আবুল কাশেম, সাং-৩৪ ইসলামপুর রোড, দৌলখোলা, থানা-খুলনা সদর; ৭) মোঃ সেকেন্দার শেখ(৫০), পিতা-মৃতঃ তৈয়ব আলী শেখ, সাং-নলভিটা, চিংড়িখালী বাজারের পরে, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-বসুপাড়া আজাদ লন্ড্রির মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল; ৮) মোঃ আফজাল হোসেন আকন(৫০), পিতা-মৃতঃ হযরত আলী, সাং-ঘটবাড়িয়া, ০৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়ন, থানা-বরগুনা, জেলা-বরগুনা সদর, এ/পি সাং-হাসানবাগ আলী হোসেন সড়ক, থানা-সোনাডাঙ্গা মডেল; ৯) মোঃ সেলিম হাওলাদার(৫৫), পিতা-সেকেন্দার হাওলাদার, সাং-জলসা হোসনাবাগ ইউনিয়ন, থানা-বেতাগী, জেলা-বরগুনা, এ/পি সাং-গফ্ফারের মোড়, সুরতআলী লেন, থানা-খুলনা সদর; ১০) শেখ মোঃ মুসা(৬৪), পিতা-মৃতঃ ইউনুস আলী, সাং-শিরোমনি মধ্যপাড়া, জামে মসজিদের পাশে, থানা-খানজাহান আলী এবং ১১) তপন কুমার শীল(৪৫), পিতা-মৃতঃ মুকুন্দ চন্দ্র শীল, সাং-সাহেবের কবরখানা মুড়িপট্টি, থানা-খুলনা সদর, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর খুলনা সদর থানাধীন মিয়াপাড়া ১৬ নং কেন্দ্রীয় জামে মসজিদ রোড, মোঃ আবু ওবাইদুল্লাহ এর নিজ বাড়ীর তৃতীয় তলায় সিড়ির পশ্চিম পাশের রুমের ভিতর হইতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত জুয়ারিদের নিকট হতে জুয়া খেলার সরঞ্জাম ২৪ (চব্বিশ) সেট তাস এবং নগদ ৩০,৮০০/- (ত্রিশ হাজার আটশত) টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা উক্ত স্থানে দীর্ঘদিন যাবত জুয়া খেলার আসর বসিয়ে আসছে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।