ক্রাইম পেট্রোল ডেস্ক।।
কেএমপির সদর থানার অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ রোববার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাতে পিকচার প্যালেস মোড়ে বিশেষ অভিযনি পরিচালনা করে ১. আল আমিন (৩০), পিতা-মৃত: আব্দুস সালাম, সাং-দারোগারভিটা, থানা-লবণচরা, এ/পি সাং-আলীর ক্লাব, থানা-সোনাডাঙ্গা মডেল, ২. আল মামুন@আজগর (২৫), পিতা-মোঃ মোসলেম হাওলাদার, সাং-পাতা বাড়িয়া কালিকাবাড়ী বাজার, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, ৩. হাবিব তালুকদার (২২), পিতা-মোঃ শাহিন তালুকদার, সাং-পূর্ব বিল পাবলা রাজবাঁধ, থানা-আড়ংঘাটা এবং ৪) নিতাই বাড়ৈই (২৫), পিতা-মনরঞ্জন বাড়ৈই, সাং-পিলজংগা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদেরকে ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক ও ১ টি কাভার্ড ভ্যানসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।