ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি'র খালিশপুর থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত অটোরিকশা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার কেএমপি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে উক্ত থানার মামলা নং-০১, তারিখ-০১/১০/২০২৪ খ্রি. ধারা-৩৯৪/৩৪ পেনাল কোড মামলার আসামী ০১) মোঃ রুহুল আমিন হাওলাদার (৪২), পিতা-মোঃ মোস্তফা হাওলাদার, সাং-দক্ষিণ ভাষানদল মুসল্লি বাড়ি, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-আরাফাত আবাসিক, থানা-হরিণটানা এবং ০২) মোঃ বাবু (৫১),পিতা- মৃত চান মিয়া, সাং-গোবরচাকা নবীনগর, থানা-সোনাডাঙা মডেল, জেলা- খুলনা’দ্বয়কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামী বাবু (৫১) এর হেফাজত হতে অদ্য ০২ অক্টোবর লুণ্ঠিত ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করা হয়। মামলাটি তদন্তাধীন।
উল্লেখ্য যে, যাত্রীবেশে সন্ধ্যার পর রিকশা ভাড়া করে খালিশপুর থানা এলাকার নূরনগরে নির্জন ফাঁকা রাস্তায় নিয়ে রিকশা চালক আতিয়ার শেখ (৫০) কে পেছন থেকে মাথায় আ'ঘাত করে অজ্ঞাতপরিচয় ০২ জন ব্যক্তি ব্যাটারি চালিত রিকশাটি ছি'নতাই করে নিয়ে যায়। দ্রুততম সময়ে লুণ্ঠিত রিকশাটি উদ্ধার হওয়ায় আ'হত রিকশা চালক এবং স্থানীয় লোকজন খুলনা মেট্রোপলিটন পুলিশকে সাধুবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।