ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি'র অভিযানে মো. হাসিবুর রহমান হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার করেছে পুলিশ।
২০ আগস্ট,২০২০ খ্রি. বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ আগস্ট,২০২০ খ্রি. তারিখে রাত্র আনুমানিক ২১.০০ ঘটিকায় খালিশপুর থানাধীন লাল হাসপাতালের বিপরীতে এস আর ক্রিয়েটিভ কাটস এন্ড কফি সেলুনের ওয়েটিং রুমে ঢুকে ১০/১৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাসিবুর, জুবায়ের এবং রানাকে গুরুতর জখম করে। জখমপ্রাপ্তদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হাসিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সাথে সাথে খালিশপুর থানা পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। অভিযান করে ঘটনার সাথে সম্পৃক্ত আসামি ১) ইথুম(১৮), পিতা-মৃতঃ আঃ কাদের, সাং-পৌরসভার মোড়; ২) তুষার(২৩), পিতা-গোলাম মোস্তফা, সাং-বাসা- বাসা নং-৭১, রোড নং-২১৩; ৩) সাকিব(২১), পিতা-মোঃ নাজমুল, সাং-পিপলস পাঁচতলা নতুন কলোনি এবং ৪) নাঈমুর রহমান ফাহিম(১৮), পিতা-আঃ রহমান, সাং-পিপলস পাঁচতলা নতুন কলোনি, সর্বথানা-খালিশপুর, খুলনা মহানগরীদের গ্রেফতার করে। অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় খালিশপুর থানায় মামলা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।