ক্রাইম পেট্রোল ডেস্ক>>
কেএমটি'র মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁ'জা ৩০ প্যাকেট হে'রোইন, ৬ বোতল ফে'ন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ ৬ জন মা'দক ব্যবসায়ীকে গ্রে'ফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার, কেএমপি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মা'দক বিরোধী অভিযানে মা'দক ব্যবসায়ী ১) মোঃ সাগর ইসলাম(১৯), পিতা-মোঃ মনু ইসলাম, সাং-০৪ নং ফুডঘাট, থানা-খুলনা; ২) রোজিনা খাতুন@স্বপ্না(৩০), পিতা-মোনতাজ ফকির, সাং-পারকেষ্টপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা; ৩) অভিজিত পাল(২৯), পিতা-খিতিশ পাল, সাং-শিকদার পাড়া, থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জ; ৪) মোঃ আলমগীর হোসেননয়ন(৩৭), পিতা-মোঃ মজিবর হোসেন, সাং-জনতা রোড, থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জ; ৫) আব্দুল আজিজ খাঁন(২২), পিতা-আকবর আলী খাঁন, সাং-বিসিক, রোড নং-০৩ থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জ এবং ৬) মোঃ সাইফুল ইসলাম(৩২), পিতা-মৃত: ইউনুস হাওলাদার, সাং-দক্ষিণ টুটপাড়া, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রে'ফতার করা হয়েছে। উপরোক্ত মা'দক ব্যবসায়ীদের নিকট হতে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁ'জা, ৩০ টি ছোট প্যাকেট হে'রোইন, ০৬ বোতল ফে'ন্সিডিল এবং মা'দক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রে'ফতারকৃত মা'দক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।