ক্রাইম পেট্রোল ডেস্কঃ
কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০৪ (চার) কেজি গাঁজা, ০৮ (আট) বোতল ফে'ন্সিডিল এবং মাদক বিক্রয়লব্ধ ৩৫ হাজার টাকাসহ ০১ (এক) জন মা'দক ব্যবসায়ীকে গ্রে'ফতার করা হয়েছে।
আজ শুক্রবার, কেএমপি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুন ২০২২ খ্রিঃ তারিখ ১৯:১০ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন ৫নং মাছঘাট সংলগ্ন গ্রীনল্যান্ড আবাসন, ব্লক-বি, হোল্ডিং নং-০৭, ধৃত মাদক ব্যবসায়ী মোঃ আবু তালেব মোল্লার টিনের তৈরি দক্ষিণ মুখী বসত ঘরের মধ্য হতে মোঃ আবু তালেব মোল্লা(৬৩), পিতা-মৃত: আবু তাহের মোল্লা, মাতা-মৃত: আঙ্গুর নেছা, সাং-হোল্ডিং নং-০৭, গ্রীনল্যান্ড আবাসন, ব্লক-বি, ৫নং মাছ ঘাট, থানা-খুলনা সদর, মহানগর, খুলনা'কে ০৪ (চার) কেজি গাঁজা, ০৮ (আট) বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রয়লব্ধ ৩৫ হাজার টাকাসহ গ্রে'ফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রে'ফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মা'দকদ্রব্য গাঁ'জা ও ফে'ন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। উক্ত মোঃ আবু তালেব মোল্লা(৬৩) এর বিরুদ্ধে ০৩ (তিন) টি পেনাল কোডের মামলা এবং ০২ (দুই) টি মা'দকের মামলা সহ মোট ০৫ (পাঁচ) টি মামলা রয়েছে। এ সংক্রান্তে গ্রে'ফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।