ক্রাইম পেট্রোল ডেস্ক: কেএমপি’র অভিযানে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা এবং ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৭ (সাত) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার, খুলনা মেট্রোপলিটন পুলিশ( কেএমপি’র ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ,গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মেহেদী হাসান@শাওন গাজী(২৯), পিতা-মাসুম গাজী@সাজু, সাং-গড়ইখালী, থানা-পাইকগাছা, জেলা-খুলনা, এ/পি সাং-রূপসা স্ট্যান্ড রোড, থানা-খুলনা; ২) মাহামুদুল হাসান@রানা(৩২), পিতা-মৃত: খন্দকার আকরাম হোসেন, সাং-গগনবাবু রোড, থানা-খুলনা; ৩) মোঃ রফিক শিকদার(৩৭), পিতা-মৃত: আলী আহমেদ শিকদার, সাং-উজান সড়ক, থানা-হরিণটানা; ৪) ফাতেমা আক্তার বৃষ্টি(২০), পিতা-মোঃ মুনসুর আলী, সাং-আইচগাতী, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-উজান সড়ক, থানা- হরিণটানা; ৫) মোঃ মাসুদ রানা(২৭), পিতা-মোঃ আঃ সোবহান, সাং-রাজাপুর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, এ/পি সাং-ঘোলা, থানা-হরিণটানা; ৬) মোঃ ইজাজ শেখ@রাব্বি(২১), পিতা-মোঃ নাজমুল শেখ@লেবিন, সাং-গাইকুড় দক্ষিণপাড়া, থানা-আড়ংঘাটা এবং ৭) মোঃ মাসুদ রানা হাওলাদার(২০), পিতা-মোঃ শাজাহান হাওলাদার, সাং-গোবরচাকা মধ্যপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।