ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি'র মাদক বিরোধী অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল, ১৪০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার, বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ আল মামুন শেখ(৩৬), পিতা-মোঃ সেকেন্দার শেখ, সাং-টুঙ্গীপাড়া, ওয়ার্ড নং-০৪, থানা-টুঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-সুড়িখালী বটতলা, থানা-লবণচরা; ২) মোঃ বাবু শেখ(২৮), পিতা-মোঃ হান্নান শেখ, সাং-মাধবকাঠি, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, এ/পি সাং- এস,ও ক্রস রোড, লাবনীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-খালিশপুর; ০৩) মোঃ সাকিবুল হক তামিম(৩০), পিতা-মৃতঃ এনামুল হক, সাং-৩৩নং সেন্ট্রাল ব্লক, রোড নং-১৫০, হাউজিং এস্টেট, এনাম ভিলা, থানা-খালিশপুর; ৪) মোঃ ওহিদুজ্জামান @ওয়াহিদ(৩২), পিতা-আব্দুল মালেক হাওলাদার, সাং-চরবাড়িয়া, থানা-বরিশাল সদর, জেলা-বরিশাল, এ/পি সাং-এনই/১৭, বঙ্গবাসী মনির হাজী মসজিদের পাশের রোড, থানা-খালিশপুর; ৫) মোঃ মনির হোসেন(২৪), পিতা-সুলতান হাওলাদার, এ/পি সাং-দেয়ানা উত্তর পাড়া মুন্সি বাড়ী, থানা-দৌলতপুর এবং ৬) সজল কুমার দাস(২৫), পিতা-মৃত: জয়দেব দাস, সাং-আড়ংঘাটা কাওড়াপাড়া, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২০০ বোতল ফেন্সিডিল, ১৪০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।