ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে ২৪৫ গ্রাম গাঁ’জা এবং ১২০ পিস ই’য়াবা ট্যাবলেটসহ ৬ জন মা’দক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মা’দক বিরোধী অভিযানে মাদক কারবারি ১. মোঃ আরিফ(২০), পিতা-আমীর হোসেন, সাং- জাব্দিপুর, থানা-খানজাহান আলী, ২. শেখ হাসান আলী(৩০), পিতা-গফুর শেখ, সাং-যোগীপোল, থানা-খানজাহান আলী, জেলা-খুলনা, এ/পি সাং-আফিলগেট, থানা-খানজাহান আলী, ৩. মোঃ সম্রাট সর্দার(২৩), পিতা-মোঃ প্রিন্স সর্দার, সাং-ফুলবাড়িগেট, থানা-খানজাহানআলী, ৪. মোঃ আব্দুল্লা হাওলাদার(নব মুসলিম)@শ্রী গৌরব শীল(২৪), পিতা-শ্রী দুলাল শীল, সাং-শিলারচর, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, এ/পি-সাং-সোনাডাঙ্গা আইডিয়াল কলেজ, থানা-সোনাডাঙ্গা মডেল, ৫. মোঃ সুমন খান(৪৩), পিতা-মৃত: ইউসুফ খান, সাং-সোনাডাঙ্গা আদর্শপল্লী, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৬) মোঃ আব্দুল্লাহ জমাদ্দার(২৫), পিতা-মতি জমাদ্দার, সাং-নওগা ব্রিজের পাশে, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষিপুর, এ/পি সাং-সিএন্ডবি কোলনী, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উক্ত মাদক কারবারিদের নিকট হতে ২৪৫ গ্রাম গাঁ’জা এবং ১২০ পিস ই’য়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।