ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র লবণচরা থানা পুলিশের মা'দক বিরোধী অভিযানে ১৫শ' পিস ই'য়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন মাদক কারবারিকে গ্রে'ফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার কেএমপি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জুলাই ২০২৩ খ্রি. ১২ টার দিকে লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন রূপসা ব্রিজ থেকে জিরোপয়েন্ট গামী সড়কের মোড়স্থ তাসিন টি স্টোর নামক চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি ১) আশুতোষ নাথ(৪৭), পিতা-মৃত: রামপদ নাথ, সাং-দেহারীপাড়া, থানা-রাউজান, জেলা-চট্রগ্রাম’কে ৫০০ (পাঁচ শত) পিস কমলা রংয়ের অ্যাম্ফিটামিন যুক্ত ই'য়াবা ট্যাবলেটসহ গ্রে'ফতার করা হয়েছে। এছাড়াও, ২০:৩০ টার সময় লবণচরা থানা পুলিশের একটি চৌকষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন রূপসা ব্রিজ হতে জিরোপয়েন্ট গামী সড়কে সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ বটগাছের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক কারবারি ২) ওমর ফারুক শেখ(৪৩), পিতা-নুর মহম্মদ শেখ, সাং-আজগড়া শেখবাড়ী, থানা-তেরখাদা, জেলা-খুলনা’কে ১ হাজার পিস ই'য়াবা ট্যাবলেটসহ গ্রে'ফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ০২ টি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।