ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৫,৫৩০ (পাঁচ হাজার পাঁচশত ত্রিশ) টাকাসহ ৫(পাঁচ) জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, মোঃ জাহাংগীর আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াড়ি ১) মোঃ রাশেদ আকন(৩৫), পিতা-আব্দুল সালাম আকন, দৌলতপুর ঋষিপাড়ার মোড়, রাজ্জাক এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-দৌলতপুর; ২) মোঃ শাহজাহান হাওলাদার(৬৫), পিতা-মৃতঃ ফজলুর রহমান হাওলাদার, সাং-মহসিন মোড় রেল বস্তি, থানা-দৌলতপুর; ৩) মোনসোপ গাজী(৫৪), পিতা-মৃতঃ ছমির গাজী, সাং-পাবলা দক্ষিণপাড়া, আইডিয়াল স্কুলের পাশে, থানা-দৌলতপুর; ৪) ইকবাল হোসেন(৫৫), পিতা-মৃতঃ সামাদ শেখ, সাং-মধ্যডাঙ্গা স্কুলের উত্তর পাশে, থানা-দৌলতপুর এবং ৫) রিজু মাতবার (৬১), পিতা-মৃতঃ মজিদ মাতবার, সাং-পাবলা মুকুল ভান্ডার দফাদার পাড়া, পলাশের বাড়ীর ভাড়াটিয়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে, খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন দৌলতপুর কাঁচা বাজারস্থ মশিউর রহমান এর মেসার্স ইব্রাহিম বাণিজ্য ভান্ডার নামক আড়ৎ এর ভিতর হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত জুয়াড়িদের নিকট হতে জুয়াখেলার সরঞ্জাম তাস ০৪ (চার) প্যাকেট, এবং নগদ ৫,৫৩০ (পাঁচ হাজার পাঁচশত ত্রিশ) টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতার জুয়াড়িদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।