ক্রাইম পেট্রোল ডেস্কঃ খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪,৬০০ (চৌদ্দ হাজার ছয়শত) টাকাসহ ০৯ (নয়) জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার,মোঃ জাহাংগীর আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াড়ি ১) মীর দুলাল হাকিম(৫৫), পিতা-মৃত: লোকমান হাকিম, সাং-টুটপাড়া সরকার পাড়া, থানা-খুলনা সদর; ২) মোঃ সাকিল আহম্মেদ(২৫), পিতা-মৃত: তবিবুর রহমান, সাং-বিআইডিসি রোড, ক্রিসেন্ট লাল গেট, বাসা নং-৫৭৬, থানা-খালিশপুর; ৩) মোঃ শেখ শাহাজাহান(৪৫), পিতা-মৃত: শেখ নূরুল হক, সাং-যুগীহাটি পশ্চিম পাড়া, থানা-রূপসা, জেলা-খুলনা; ৪) মোঃ জিয়া শিকদার(৪৪), পিতা-মৃত: হারুন শিকদার, সাং-খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, ডাক্তার পাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ৫) এসএম খোরশেদ আলী(৬২), পিতা-মৃত: মোকসেদ আলী সরদার, সাং-শাহাপুর ব্রাক অফিসের উপরে, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা; ৬) মোঃ শরিফ শিকদার(২৮), পিতা-মৃত: মোসলেম শিকদার, সাং-রূপসা বেলায়েত হোসেন সড়ক, থানা-খুলনা সদর; ৭) মোঃ মুজিবুর রহমান(৪৯), পিতা-মৃত: আঃ লতিফ সরদার, সাং-সাহস সরদার পাড়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা; ৮) মোঃ রেজাউল করিম(৫৩), পিতা-মৃত: আলতাফ হোসেন, সাং-নিরালা আবাসিক এলাকা, রোড নং-০৭, বাড়ী নং-৬৪, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৯) মোঃ শুকুর আলী(৫৮), পিতা-করিম হাজরা, সাং-দোলখোলা কাজীর গলি, থানা-খুলনা সদর, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর খুলনা সদর থানাধীন আরজান আলী লেন, হোল্ডিং নং-১১, মোঃ সিদ্দিকুর রহমান এর ২য় তলা বিশিষ্ট বাড়ীর নিচ তলার দক্ষিণ পশের দুই রুমের ভিতর হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত জুয়াড়িদের নিকট হতে ০৮ (আট) সেট তাস এবং নগদ ১৪,৬০০ (চৌদ্দ হাজার ছয়শত) টাকা জুয়া খেলার সরঞ্জাম আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার জুয়াড়িদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।