ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে চু'রির কাজে ব্যবহৃত মালামাল এবং ১ টি পিকআপ উদ্ধারসহ চো'র চক্রের ১ সক্রিয় সদস্যকে গ্রে'ফতার করা হয়েছে।
আজ বুধবার কেএমপি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১৭ জানুয়ারি ২০২৪ খ্রি. সময় সকাল সাড়ে ৯ টায় হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত থানাধীন জিরোপয়েন্ট মোড়ে চেকপোস্ট ডিউটি করাকালে সাতক্ষীরা থেকে খুলনামুখী একটি মাঝারি আকারের পিকআপ চেকপোস্টের সামনে পৌঁছালে সিগন্যাল দিয়ে থামাতে গেলে পিকআপটি না থেমে দ্রুত বেগে চালিয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ৯.৫০ ঘটিকায় হরিণটানা থানার মোবাইল-০৪ ডিউটিরত অফিসার-ফোর্স এবং চেকপোস্ট-০৪ এর ফোর্স মিলে উক্ত পিকআপটি আটকানোর জন্য ধা'ওয়া করলে পিকআপের চালক হরিণটানা থানাধীন জয়বাংলা মোড় হতে মোস্তফার মোড়গামী খুলনা বাইপাসের পাশে নির্মাণাধীন নতুন জেলখানার প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর পিকআপটি দাঁড় করে পালানোর চেষ্টাকালে হরিণটানা থানা পুলিশ চো'র চক্রের সক্রিয় সদস্য আসামী ১. মোঃ এমদাদুল ফকির (৩২), পিতা-মোঃ ইউনুস ফকির, সাং-নওয়াপাড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করতে সক্ষম হয়। চো'র চক্রের অপর দুই জন সহযোগী ২. শরিফ শেখ (৩৫), পিতা-শওকত শেখ, সাং-জাবুসা এলাইপুর, থানা-রূপসা, জেলা-খুলনা ৩. হৃদয় (২৮), পিতা-ইসলাম, সাং-জাবুসা এলাইপুর, থানা-রূপসা, জেলা-খুলনাদ্বয় কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীদের উল্লেখিত নাম-ঠিকানা প্রকাশ করে। ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ এমদাদুল ফকির (৩২) এর দেহ ও গাড়ি তল্লাশি করে তার উপস্থাপন মতে চু'রির কাজে ব্যবহৃত মালামাল ১ টি পিকআপ ভ্যান, যার চেসিস নং-LVAV2JBB6NE424059, ইঞ্জিন নং-Q220691745D, রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৪৫৬৯, ২ টি তালা ভাঙ্গার বেনা, ১ টি তালা কাটার কাটারী, ১ টি লোহার শাবল, ১ টি হাসুয়া উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় হরিণটানা থানার মামলা নং-০৬, তারিখ-১৭/০১/২০২৪ খ্রি., ধারা-৪০১ পেনাল কোড রুজু করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।