ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র খুলনা থানায় চা'ঞ্চল্যকর স্ত্রী হ'ত্যা মামলার যা'বজ্জীবন দ'ণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনিরুজ্জামান কে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার কেএমপি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ ডিসেম্বর ২০১৬ খ্রি. খুলনা থানাধীন ৪১ চাঁনমারী বাজার মসজিদ গলিস্থ মোহসিন এর বাড়ীতে স্বামী কর্তৃক স্ত্রী খু'ন হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের ভাই মোঃ জাহাঙ্গীর হোসে (৩৬), পিতা- মৃত: মজিদ শেখ, এপি সাং-মতিয়াখালী ৩য় গলি কবির সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা- লবণচরা, জেলা-খুলনা বাদী হয়ে খুলনা থানার মামলা নং-২৫, তারিখ-২৩/১২/২০১৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ দায়ের করেন। উক্ত মামলার তদন্তাকারী কর্মকর্তা এসআই (নি:) মোঃ আশরাফুল আলম তদন্ত শেষে আসামী মোঃ মনিরুজ্জামান বাবু(৪৩), পিতা- মোঃ মোফাজ্জেল হোসেন খান , সাং-২০ নং ডাঃ আলতাফ হোসেন লেন, চাঁনমারী , থানা ও জেলা-খুলনার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র নং ১৬৭ দাখিল করেন। খুলনা মহানগরীর বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শেষে আসামী মোঃ মনিরুজ্জামান বাবুকে যা'বজ্জীবন দ'ণ্ডাদেশ প্রদান করেন। উক্ত আসামী এরপর থেকে অদ্যাবধি পলাতক ছিলেন।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ২০২৪ খ্রি. ১১ টার দিকে খুলনা থানার একটি চৌকস টিমের নেতৃত্বে খুলনা থানাধীন রুপসা চাঁনমারী বাজার এলাকা হতে আসামী মোঃ মনিরুজ্জামান বাবু’কে গ্রেফতারপূর্বক যথা নিয়মে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এজন্য ভিকটিমের পরিবার যা'বজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে খুলনা থানা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।