রফিকুল ইসলাম : আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মুক্তমঞ্চে জেলার সকল পুলিশ ইউনিট অফিসারদের নিয়ে এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার)।
প্রধান অতিথি তানভির আরাফাত ব্রিফিং এর শুরুতে করোনাকালীন সম্মুখ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাজের সকল স্তরের মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দেওয়া, পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন, পরিস্কার- পরিচ্ছন্নতা ও জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা’র নির্দেশনা মোতাবেক পুলিশের বর্তমান ভাবমূর্তি অক্ষুন্ন রাখাসহ সমাজকে মাদক ও দুর্নীতি মুক্ত করার জন্য সকল ফোর্সের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।