রফিকুল ইসলাম : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে মনিরুল ইসলাম (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মনিরুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন হরিনারায়রপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর উত্তর পাড়ার খাইরুল ইসলাম এর ছেলে। জানা গেছে, মনিরুল ইসলাম ইবির বিবিএ ফ্যাকাল্টির নির্মাণাধীন ৫ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিল ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মত আজ সকাল ৮ টা থেকে মনিরুল ইসলাম ভবনের ৫ তলায় ইট গাটার কাজ করছিল। কাজের এক পর্যায়ে সকাল ৯:৩০টার দিকে মনিরুল ইট ভেজানোর জন্য মটরের পাইপ পেছন দিকে টানতে টানতে পড়ে যায়। পরে সহকর্মীরা দৌড়ে নিচে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ইবি থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান রতনকে জানালে ওসি দ্রুত ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান রতন জানান, নিহতের পরিবার এটি একটি দুর্ঘটনা বলে বিনা ময়নাতদন্ত চেয়ে আবেদন করলে মনিরুল ইসলাম এর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।