রফিকুল ইসলাম : কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে মুক্তা নামের তিন মাসের এক শিশু নিখোঁজের ৭ ঘন্টা পর মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রতিবেশী শাপলা রানী দাশ(২২)কে আটক করেছে পুলিশ। শাপলা রানী আক্রোসবশত নিষ্পাপ শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে নিখোঁজের ৭ ঘন্টা পরে মুক্তা নামের তিন মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। নিহত হওয়ার ১দিন পরেই কুষ্টিয়া মডেল থানা পুলিশের চৌকস অভিযানে আটক হয় হত্যার সাথে জড়িত আসামী শাপলা রানী দাস ।
জানা গেছে, শাপলা রানী দাস আক্রোশের বশবর্তী হয়ে তিন মাসের শিশু মুক্তাকে হত্যা করে। এ বিষয়ে শাপলা রানী দাস পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।