ক্রাইম পেট্রোল ডেস্ক : কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় রতন আলী (১৬) নামের এক স্কুল ছাত্র খুন হয়েছে।বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ায় সদর উপজেলার লাহিনী মধ্যপাড়া এলাকায় প্রতিবেশী রাজু মোল্লার বাড়ি থেকে নিহত স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রতন আলী কুষ্টিয়ায় সদর উপজেলার লাহিনী মধ্যপাড়া এলাকার আজম আলীর ছেলে এবং লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।
নিহত রতনের বাবা অভিযোগ করে বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিপক্ষরা তার ছেলেকে হত্যা করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে রতন বাড়ি থেকে বের হয় । কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় ওই রাতেই তার বাবা আজম আলী কুষ্টিয়া মডেল থানায় একটি জিডি করেন। পরের দিন বুধবার সকাল থেকে রতনের সন্ধানের দাবিতে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। পরবর্তীতে স্থানীয়রা প্রতিবেশী রাজু মোল্লার বাড়ির বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় রতনের মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান , ছেলেটির মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, খুব দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।