
রফিকুল ইসলাম : সোমবার কু্ষ্টিয়া সদর উপজেলার ইবি থানার বিত্তিপাড়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এর নেতৃত্বে ২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, কু্ষ্টিয়া সদর উপজেলার ইবি থানার বিত্তিপাড়া বাজারে ভোক্তা অধিদপ্তর কতৃক অভিযান পরিচালনা কালীন মাশরাবী ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার টাকা এবং বিশ্বাস ফার্মেসীকে ফিজিসিয়ান সেম্পল ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় (১০+১০)= ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা রবিউল ইসলাম, ক্যাব এর প্রতিনিধি সিরাজুল ইসলাম চাঁদু ও পুলিশ
প্রশাসনের সদস্যবৃন্দ ।তিনি আরও জানান, জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।