আমিন হাসান , কুষ্টিয়া প্রতিনিধি >>
কুষ্টিয়ায় বজ্রপাতে খাইরুল ইসলাম (৩৫) ও নিজাম উদ্দিন (৬০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে ইবি থানার শেখপাড়া আনন্দনগর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম পাবনা জেলার চাটমোহর থানার খৈরাজ গ্রামের মাহির প্রামাণিকের ছেলে ও নিজাম উদ্দিন একই এলাকার বাসিন্দা। তারা চুক্তিতে শেখপাড়ায় ধান লাগানোর জন্য এসেছিলেন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরেক কৃষক নুর ইসলাম বলেন, আমরা তিনজন ধান লাগানোর জন্য এক মাস ধরে শেখপাড়া গ্রামের জামিরুল ইসলামের বাড়িতে ছিলাম। দুপুরে আমরা তিনজন ধান লাগাচ্ছিলাম। পরে আমি জমির মালিকের বাড়ি থেকে ভাত আনতে গিয়েছিলাম। ভাত আনার সময় প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। পরে এসে দেখি তারা দুজন মাঠের মধ্যে পড়ে আছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইকবাল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তারা দু’জন মারা যান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।