রফিকুল ইসলাম : কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় ডিবি পুলিশের এসআই(নিঃ) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ ভেড়ামারা থানা এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনাকালীন ভেড়ামারা-প্রাগপুর সড়ক সংলগ্ন হাউখালী পুলিশ চেক পোস্টের সামনের পাকা রাস্তার উত্তর পার্শ্বে চেক পোস্ট করাকালীন ১৩/০৩/২০২১ ইং তারিখ দুপুর ১২.৪৫ ঘটিকার সময় দৌলতপুর এর দিক হইতে ভেড়ামারার দিকে একজন মহিলা পায়ে হাটিয়া হাউখালী পুলিশ চেক পোস্টের সামনে দিয়ে যাওয়ার সময় তাকে দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞসাবাদে আগমনের সন্তোষজনক জবাব দিতে না পারায় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে শালীনতা বজায় রেখে নারী কং/৫৯৪ ইলোরা আক্তার সিমুকে দিয়া দেহ তল্লাশি কালে তার পরিহিত কমলা ও খয়েরী রংয়ের মেক্সির নিচে পেট ও পিঠের সঙ্গে সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, যা লাল কালো টাইমফুল প্রিন্টের একটি ওড়না দ্বারা অভিনব কায়দায় পেঁচিয়ে সাদা ইলাস্টিক দ্বারা বাঁধা অবস্থায় পেয়ে বর্ণিত আসামীকে আটক করেন এবং মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। এতদসংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এর নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।