ক্রাইম পেট্রোল ডেস্ক:
কুষ্টিয়ায় ক্যারাম বোর্ডে জুয়া খেলাকে কেন্দ্র করে সং'ঘর্ষে দু’জনের মৃত্যুর ঘটনায় ওসি শাহাদৎ হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২০ মে) পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে হত্যার ঘটনায় দু’পক্ষ থানায় পৃথক দুটি মামলা করেছে।
কুষ্টিয়া মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ওসি পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, 'ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দু'টি মামলা হয়েছে। নিহত ওমর আলীর মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি ও মিরাজ হ'ত্যা মামলায় রেজাউল ইসলাম বাদী হয়ে ১১ জনকে আসামি করে পৃথক মামলা করেন। তবে হ'ত্যাকাণ্ডে জড়িত আসামিসহ বোয়ালদহ-কান্তিনগর গ্রামের অধিকাংশ পুরুষ গ্রেফতার আ'তঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছে। তবে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে ।'
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, 'আসামিদের গ্রে'ফতার অভিযান অব্যাহত রয়েছে। শীঘ্রই হ'ত্যাকারীদের গ্রে'ফতার করে আইনের আওতায় আনা হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।