থানায় অভিযোগ করেও পাচ্ছেন না প্রতিকার
ক্রাইম পেট্রোল ডেস্ক:
কুষ্টিয়ায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বি'বদমান জমিতে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। সম্পত্তির মালিকানা দাবি করা ভুক্তভোগী স্বামীহারা অসহায় নারী নিশাত পারভীন থানায় অভিযোগ করেও পাচ্ছেন না প্রতিকার।
জানা যায়, কুষ্টিয়া শহরের প্রধান সড়ক লাগোয়া মজমপুর মৌজাভুক্ত আর.এস ২৫৯৫ দাগে দুই শতক ২৩ পয়েন্ট জমি শরীকানাসূত্রে প্রাপ্ত হন দুই বোন লাইলা পারভীন ও নিশাত পারভীন। কিন্তু নিশাত পারভীনের পাওয়া মোট জমির মধ্যে ৬৩ পয়েন্ট জমি জো'রপূর্বক দ'খলে রাখেন অপর বোনের ছেলে জনৈক সালেক মোহম্মদ কাদেরী। এ নিয়ে কুষ্টিয়া সদর সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করেন ভুক্তভোগী নিশাত পারভীন। মামলার রায়ে আদালত সকল স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করেন। পরবর্তীতে ঐ নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেলা জজ আদালতে মিস আপিল করে পক্ষে রায় পান সালেক মোহম্মদ কাদেরী। পরবর্তীতে হাইকোর্ট ডিভিশনে সিভিল রিভিশন মামলা দায়ের করেন নিশাত পারভীন। যার সিভিল রিভিশন মামলা নম্বর ২৯৫৪/২৩। গত ১৩ জুলাই হাইকোর্ট ডিভিশনের বিচারক মি. জাকির হোসেন নালিসি জমি হস্তান্তর ও কোনো প্রকার ইমারত তৈরি না করতে ছয় মাসের ‘স্ট্যাটাসকো’ নিষেধাজ্ঞা আদেশ জারি করেন। কিন্তু ঐ ‘স্ট্যাটাসকো’ আদেশ উপক্ষো করে প্রভাবশালী সালেক মোহম্মদ কাদেরী প্রভাব খাটিয়ে সাততলা বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। হাইকোর্টের আদেশের কপিসহ লিখিতভাবে কুষ্টিয়ার পুলিশ সুপার ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়েও কোনো প্রতিকার মিলছে না বলে ভুক্তোভোগী নারীর অভিযোগ।
অভিযোগের বিষয়ে সালেক মোহম্মদ কাদেরী জানান, 'তার বিরুদ্ধে আনা অভিযোগটি ভিত্তিহীন। নিয়ম অনুসরণ করেই ভবন নির্মাণ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।'
কুষ্টিয়া মডেল থানার ওসি আশিকুর রহমান জানান, 'হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকলেও আদেশ বাস্তবায়নে আদালতের বিচারক পুলিশকে কোনো নির্দেশনা দেননি। এছাড়া জায়গা-জমির বিষয়ে পুলিশের হস্তক্ষেপ করার সুযোগ নেই।'
কুষ্টিয়া পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব জানান, 'জমি সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি আমি শুনেছি। কিন্তু জমি-জায়গার আইনগত বিষয়ে পুলিশ হস্তক্ষেপ করতে পারে না। বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান হতে হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।