রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালের দিকে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি জিলাপিতলা নামক স্থানে মহাসড়কের পার্শ্বস্থ বিলের ধার থেকে আনুমানিক (৪০) বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা মৃতদেহটিকে শনাক্ত করতে পারেনি।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, এক অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।