রফিকুল ইসলাম : সোমবার দুপুরের দিকে কুষ্টিয়া জেলা শহরের প্রাণ কেন্দ্র বড়বাজারের তুলা পট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ইশান বেডিং এর তুলা প্রসেসিং কারখানা প্রায় ভস্মিভূত হয়েছে । মালিক পক্ষের দাবী, এ অগ্নিকাণ্ডে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে।
স্থানীয়দের ধারণা, বড়বাজারের তুলা পট্টির একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত ।
এ সময় স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে গেলে দুপুরের প্রচণ্ড গরমে আগুনের লেলিহান শিখার কারণে পিছু হটতে বাধ্য হয়। রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকান্ডের স্থলে পৌঁছতে কিছুটা বিলম্ব হয়, ফলে তুলার কারখানার কিছু অংশ আগেই পুড়ে যায় ।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মাত্র ১ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । তাছাড়াও বড়বাজার এলাকার রাস্তায় যানজটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়।
এলাকাবাসী জানান, কিছুদিন পূর্বেও একই তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল । কিন্তু একই কারখানায় একাধিক বার অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে ।
কুষ্টিয়ার ফায়ার স্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, তুলার ম্যানশন অতিরিক্ত গরম হয়ে আগুনের ফুল্কি তুলার উপর পড়ে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতেও পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।