রফিকুল ইসলাম : আজ রাত আড়াই টার দিকে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ক্লিন ইমেজের স্বনামধন্য ও খ্যাতনামা সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লু (৩৮) কুষ্টিয়ার ঢাকায় নেওয়ার পথে গোয়ালন্দ ঘাট এলাকায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধার দিকে তিনি গুরুতর অসুস্থ হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণের পরামর্শ দিলে ওই রাত্রেই অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে দৌলতদিয়া ঘাট এলাকায় তার মৃত্যু হয় । তিনি সাংবাদিকতা করাকালীন অসংখ্যবার হামলা-মামলা, নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তবু্ও তিনি ছিলেন সত্য প্রকাশে অবিচল।
খ্যাতনামা সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লুর আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, ব্যথিত ও মর্মাহত। তার মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শোক প্রকাশক --
সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক -খুলনা বিভাগ,
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।