রফিকুল ইসলাম : বৃহস্পতিবার সকালের দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউপির সিংঘরিয়া গ্রামের কৃষক রাইচ উদ্দিনের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালের দিকে কৃষক রইচ উদ্দিন তার ধানক্ষেতে কীটনাশক দিতে গিয়ে জমির মধ্যে একটি লাশ দেখতে পায়। এসময় সে বিষয়টি স্থানীয় শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ খানকে জানালে চেয়ারম্যান বিষয়টি খোকসা থানা পুলিশকে অবহিত করে। অতঃপর খোকসা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদি মাসুদ জানান, উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার শরীরে বড় ধরনের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই মৃত্যুর কারণ চিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিষয়টি জানা যাবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।