রফিকুল ইসলাম, কুষ্টিয়া, প্রতিনিধি : মঙ্গলবার দিবাগত রাত্রে কুষ্টিয়ায সাংবাদিক মো. ইউসুফ মাহমুদ এর অফিসে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। তিনি জাতীয় দৈনিক করতোয়া, দৈনিক ডেল্টা টাইম ও উৎসব টেলিভিশন এর কুষ্টিয়া জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। জানা গেছে, সাংবাদিক ইউসুফের কুষ্টিয়ার চৌড়হাস বড় পুকুর পাড়ের অফিস ভেঙ্গে কম্পিউটার, টাকা, জরুরি কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ বিয়যে কুষ্টিয়া সদর থানাকে অবহিত করলে এস.আই জাহাঙ্গীর সরেজমিন তদন্ত করে। এ বিষয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলার প্রস্ততি চলছে। কুষ্টিয়ার চৌড়হাস, কালিশংকরপুর, বৌ বাজার ও আশেপাশের এলাকাসহ সারা শহরে মাদক ক্রেতা-বিক্রেতা ও মাদক সেবনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় মাদকের অর্থ জোগান দিতে চুরির ঘটনা ঘটছে। মাদক নির্মূলে অতীব জরুরি ভিত্তিতে প্রশাসনের পদক্ষেপ আবশ্যক। অন্যথায় একদিকে যেমন মাদক ক্রেতা-বিক্রেতা বেড়ে যাচ্ছে ,অন্যদিকে মাদক সেবনকারী চোরের সংখ্যাও বেড়ে যাচ্ছে । যেখানে সাংবাদিকদের অফিসে চুরি হয়, সেখানে সাধারণ মানুষের কী অবস্থা হচ্ছে তা বোধগম্য নয়। এর আগে চৌডহাস মোড় এলাকায় ঈদের পর একটি দোকান ভেঙ্গে প্রায ১ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছিল । কুষ্টিয়ার মাদক ক্রেতা-বিক্রেতা ও মাদকসেবনকারী চোরদের না ধরলে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পড়বে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।