কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি আমিন হাসান >>
কুষ্টিয়ার খাজানগরে পুকুরের পানিতে ডুবে জুবায়িদ নামের আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ৩টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। জুবায়িদ উক্ত এলাকার স্বপন ড্রাইভারের একমাত্র ছেলে।স্থানীয় ইউপি সদস্য কালাম মোল্লা জানান, জুবায়িদের মা বাড়ির পিছনে ছোট্ট পুকুর পাড়ে ছেলেকে রেখে কাপড় ধুয়ে আবার কাপড় গুলো বাড়ির মধ্যে শুকাতে দিতে আসে। কাপড় নেড়ে কিছুক্ষনের জন্য রান্না ঘরের কাজ সেরে আবার পুকুর পাড়ে যায়। এরই মধ্যে শিশু জিবায়িদ পানিতে পরে তার মরদেহ পানিতে ভাসতে থাকতে। ছেলেকে পুকুরের পানিতে ভাসতে দেখে মা চিৎকার দিয়ে উঠে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।