রফিকুল ইসলাম , কুষ্টিয়া প্রতিনিধি : বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুষ্টিয়াস্থ হাউজিং এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে শৈশব আহম্মেদ তুর্য (২১), শামসুর রহমান মেগা সুমন ও সায়েম রহমান জীবন (২০) নামের ৩ জন ডাকাতকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ২টি ধারালো দেশীয় অস্ত্র এবং তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক দুইটি ছিনতাকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে খবর আসে ডাকাতির উদ্দেশ্যে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের হাউজিং এলাকার একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে কয়েকজন ডাকাত অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ জন ডাকাতকে আটক করেছে । এসময় তাদের সাথে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়। আটকরা হল - কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে শৈশব আহম্মেদ তুর্য (২১), পুর্বমজমপুর এলাকার মৃত মন্টু মেগার ছেলে শামসুর রহমান মেগা সুমন ও আমলাপাড়ার রাকিবুল হাসানের ছেলে সায়েম রহমান জীবন (২০)। পরবর্তিতে তাদের দেওয়া তথ্য মোতাবেক ডাকাতদের হেফাজতে থাকা ২ টি মোটরসাইকেল (কুষ্টিয়া শহর থেকে ছিনতাইকৃত) উদ্ধার করে পুলিশ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।