ক্রাইম পেট্রোল ডেস্কঃ
'আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ 'মুজিববর্ষে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের অধীনে জমি ও ঘর পেয়েছে হাজারো ভূমিহীন ও গৃহহীন পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় সরকারি খাস জমিতে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ মে, ২০২২ খ্রি.) বিকালে কুলিয়ারচর উপজেলার আলালপুর আশ্রয়ণ প্রকল্পে সিসি ব্লক স্থাপন কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
পরিদর্শনকালে সামগ্রিক কাজের অগ্রগতিতে জেলা প্রশাসক সন্তুষ প্রকাশ করেন এবং উপজেলা নির্বাহী অফিসারসহ প্রকল্প সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী সিসি ব্লক স্থাপনের কাজটি আন্তরিকতার সাথে সম্পন্নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম আজিজ উল্লাহ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, ঠিকাদার বদিউল আলম নাঈমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, কুলিয়ারচর উপজেলার আলালপুর আশ্রয়ণ প্রকল্পের পরিদর্শনকৃত স্থানে আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ৩০টি ঘর নির্মাণ করা হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।