মো.সাইফুল্লাহখাঁন,জেলাপ্রতিধি,রংপুর :
রংপুরের পীরগঞ্জে শিক্ষকের বাড়ী থেকে মোটরসাইকেল ও মোবাইল ফোন চুরির ঘটনায় শনিবার ৫ সেপ্টেম্বর ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৮ আগস্ট চুরির ঘটনাটি ঘটে উপজেলার ঝাড়আম বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বাড়ীতে। গ্রীলের তালা খুলে রাতে শিক্ষকের বাড়ীতে প্রবেশ করে ছাত্র ভেন্ডাবাড়ী গ্রামের লাল মিয়ার পুত্র মনির হোসেন (২৭) ও তার সহযোগী হাজিপুর গ্রামের কাউছার মিয়ার পুত্র মোঃ রিয়াদ (২০)। এসময় তারা একটি লাল রঙের ১’শ সিসি বাজাজ ডিসকাভার মোটরসাইকেল ও ৩ টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
জানা যায়, চোরাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন বিক্রি করে কাউনিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আকবর আলীর ছেলে মোঃ মাহফুজার রহমান টুটুল (৩৫) এর কাছে। পরবর্তীতে টুটুলের কাছ থেকে মাহীগঞ্জের হরগোবিন্দ গ্রামের বাসিন্দা মোঃ গোলাম মোস্তফা মোবাইল ক্রয় করে। চোরাই মোবাইলের সূত্র ধরে শনিবার পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্রের নির্দেশে ভেন্ডাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে আসামীদের গ্রেফতার ও রংপুরের মাহীগঞ্জ এলাকা থেকে চোরাই মটর সাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।