মাওলানা: শামীম আহমেদ,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি >>
সকল অংশীদারকে জবাইয়ের সময় উপস্হিত থাকা উত্তম। মহিলা হলে পর্দার আড়ালে থাকবে। অপর দিকে, একটা পশু জবাইয়ের সময় অন্য পশু উপস্হিত না করা মুস্তাহাব। (বাদায়ে) জবাইকারীর ছুরির ধার পরীক্ষা করিয়া নেওয়া আবশ্যক। কারণ ধারবিহীন ছুরি দ্বারা জবাই করা মাকরুহ।সকলের নিয়ত যাচাই করা এবং কিবলামুখী হয়ে জবাই করা। জবাইকারী কিবলামুখী হওয়া সুন্নাতে মুয়াক্কাদা। পশুকে কিবলামুখী করে শোয়ানো ও জবাই মুহুর্তে শক্ত করে ধরা বা বেঁধে নেয়া মুস্তাহাব। কুরবানীর পশু তথা সকল পশু জবাই করার শরয়ীতের নিয়ম হল উহার চারটি রগ কাটা। এগুলো হলো শ্বাসনালী,খাদ্য নালী,উহার দুই পার্শ্বে দুইটি রক্তের মোটা রগ বা শিরা। উক্ত রগসমৃহের যে কোন তিনটি কাটা গেলে বা বেশীর ভাগ রগ কাটা গেলে পশু ভক্ষণ করা হালাল হবে নতুবা হারাম হবে। তবে উটের ব্যাপারে নহর করতে হবে। দলিল: আলমগীরি ৪/৯২ পৃ: বাদায়ে ৫/৪১ পৃ:।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।