কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন চূড়ান্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২, (অব.) সচিব, ইঞ্জিনিয়ার এমএ মতিন খান কে আনন্দ র্যালিসহ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হোমনা-তিতাসের সর্বস্তরের জনগণ।
https://youtu.be/XBZr8hURkrA?si=ZOzueXx0y-kYYI5t
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিতাস উপজেলার কড়িকান্দি বাজার থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে হোমনা-তিতাসের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে তাকে এ শুভেচ্ছা জানানো হয় এবং একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে হোমনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও ৫ বারের সফল মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের হোমনাস্থ বাসভবনে এক আলোচনাসভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় বিএনপির পদবঞ্চিত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও ৫ বারের সফল মন্ত্রী এমকে আনোয়ারের ঘনিষ্ঠ সহচর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এমএ মতিন খান।
ইঞ্জিনিয়ার এমএ মতিন খান বলেন,'শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ লোক ছিলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানও সৎ। এই তিন সৎ লোকের আদর্শে আমি অনুপ্রাণিত। তাই আমি আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের উৎসাহ- উদ্দীপনা নিয়ে মাঠে কাজ করছি। আপনাদের উপস্থিতি আজকে আবারও প্রমাণ করছে হোমনা-তিতাসের মাটি, বিএনপির ঘাঁটি। আগামী দিনে আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে হোমনা-তিতাস। হোমনা-তিতাসের সম্পর্ক অনেক পুরনো। আমাদের সম্পর্ক আত্মার, আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের। তাই আমরা আমাদের এ বন্ধন চিরদিন ধরে রাখতে চাই।'
তিনি আরো বলেন, ' নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা, আপনাদের সার্বিক সহযোগিতা এবং সমর্থনের কারণেই কুমিল্লা-২( হোমনা-তিতাস) পুনর্বহাল হয়েছে। আমি একটা অছিলা মাত্র। সেজন্য নির্বাচন কমিশনসহ আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
ইঞ্জিনিয়ার এমএ মতিন খান বলেন, 'নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া এই এলাকা আগে থেকেই কুমিল্লা-২ আসনের অংশ ছিল। এটি পুনর্বহাল হওয়ায় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।ভোটার সংখ্যা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় এই সীমানা পুনর্বিন্যাস যথার্থ। আল্লাহর
রহমতে আমি বিএনপি থেকে মনোনীত হয়ে সংসদসদস্য নির্বাচিত হলে, সবসময় আপনাদের সেবক হয়ে থাকব, নেতা হয়ে নয়। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা আমাকে সেই সুযোগ করে দিবেন। আমি বাকি জীবনটা আপনাদের সেবা করে কাটিয়ে দিতে চাই।'
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হোমনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, হোমনা পৌর বিএনপির সাংগঠনিক মোক্তার হোসেন, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভূঁইয়া, আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মজিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মাইনুদ্দিন, হোমনা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সিরাজ মিয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া ও হোমনা কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মো. নাঈম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হোমনা এবং তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তিতাস উপজেলাকে হোমনা উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করে কুমিল্লা-২ আসনের গেজেট প্রকাশ করে।
পরে মরহুম এমকে আনোয়ার ও তার সহধর্মিণীর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, তাদের বিদেহী আত্মার মাগফেরাত, খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।