মোহাম্মদ মতিউর রহমান, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ
আজ সোমবার ৩০ মে ২০২২ খ্রি. তারিখ ১০ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ৫০১ নম্বর কক্ষে কলা ও মানবিক অনুষদ কর্তৃক আয়োজিত *"সমকালীন সাহিত্য প্রসঙ্গ"* শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান। অুনষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম মাওলা। সেমিনারের প্রথম পর্বে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাসের সভাপতিত্বে ও একই বিভাগের প্রভাষক ফাখেরা নওশীনের সঞ্চালনায় প্রবন্ধ পাঠ করবেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা এবং আলোচনা করবেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।দ্বিতীয় পর্বে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মোকদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় প্রবন্ধ পাঠ করবেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু এবং আলোচনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী। সমাপনী পর্বে ৩ টায় কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।