ক্রাইম পেট্রোল ডেস্ক : কুমিল্লা সদর দক্ষিণের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি খায়রুল হাসান শুভকে (২৮) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে ।
সোমবার গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার উলুরচর এলাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুভকে গ্রেফতার করা হয়। সে নগরীর শ্রী ভল্লবপুর পূর্বপাড়ার খোকন মিয়ার ছেলে।
ডিবি পুলিশ সূত্র জানায়, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার পলাতক আসামি শুভকে গ্রেফতারে সোমবার গভীর রাতে অভিযানে নামে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উলুরচরস্থ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ/১৯(এফ) ধারায় মামলা (নং ৩ তাং ৫/২/১৯ইং) রুজু করা হয়েছে বলে জানিয়েছেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
তিনি বলেন, গোয়েন্দা পুলিশের অভিযানে আটক খায়রুল হাসান শুভ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। এ থানায় তার বিরুদ্ধে ১৬টি (আজকের মামলাসহ) মামলা রয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, খায়রুল হাসান শুভর বিরুদ্ধে এর আগে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র, মাদক, অপহরণ ও নারী নির্যাতনের ১৫টি মামলা রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।