মোহাম্মদ মতিউর রহমান, জেলা প্রতিনিধি, কুমিল্লা>>
কুমিল্লার কোটবাড়ী নব শালবন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীগণের ২৪ তম 'কঠিন চীবর দান' উৎসব উদযাপিত হয়েছে।
আজ শুক্রবার ১৪ অক্টোবর ২০২২ খ্রি. সকাল ৭ টা হতে ১২ টা পর্যন্ত ১ম পর্বের কর্মসূচি জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুমিল্লা জেলার, সদর দক্ষিণ উপজেলাধীন কোটবাড়ী এলাকায় অবস্থিত নব শালবন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীগণের ২৪ তম দানোত্তম শুভ 'কঠিন চীবর দান' উৎসব ধর্মীয় মর্যাদায় শ্রীমৎ শীলভদ্র মহাথের এর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে ৷
উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের কর্মসূচিতে ২ টায় প্রধান অতিথি হিসেবে আগমন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন৷
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বাবু সুপ্ত ভূষণ বড়ুয়া ও কুমিল্লা অঞ্চলের বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বীগণ৷ দ্বিতীয় পর্বের কর্মসূচি শেষে দানোত্তম শুভ 'কঠিন চীবর দান' উৎসবের ৩য় পর্ব ৬ টায় বিশ্বশান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলন, ফানুস উত্তোলন ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।